Country

2 weeks ago

Kejriwal did not get relief now: আপাতত স্বস্তি পেলেন না কেজরিওয়াল, ইডি-র জবাব চাইল শীর্ষ আদালত

Kejriwal did not get relief now
Kejriwal did not get relief now

 

নয়াদিল্লি, ১৫ এপ্রিল: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি পেলেন না দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি মামলায় ইডি-র গ্রেফতারি বেআইনি, এমন দাবি করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন কেজরিওয়াল। সোমবার সেই মামলার শুনানিতে কেজরির আবেদনের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র কাছে রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে ইডি-কে নিজেদের জবাব দিতে বলা হয়েছে। কেজরিওয়ালের আবেদনের পরবর্তী শুনানি হবে আগামী ২৯ এপ্রিল।

দিল্লির আবগারি মামলায় গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি। এর পরেই তাঁর গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন এএপি প্রধান। গত ৯ এপ্রিল সেই মামলার শুনানিতে রায়দানের সময় দিল্লি হাইকোর্ট জানিয়েছিল, কেজরির গ্রেফতারি বেআইনি ভাবে হয়নি। ইডি আদালতে জানায়, কেজরির বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে। দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান কেজরিওয়াল।

সোমবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে ওঠে কেজরির মামলা। সওয়াল করার সময় কেজরির পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে বলেন, ‘‘আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির জন্য আর্জি জানাচ্ছি। ইডির গ্রেফতারি ছিল নির্বাচনী প্রচার থেকে কেজরিওয়ালকে দূরে রাখার জন্য।’’ তবে বিচারপতি খান্নার বেঞ্চ স্পষ্ট জানায়, এত তাড়াতাড়ি মামলার তারিখ দেওয়া সম্ভব নয়। ২৪ এপ্রিলের মধ্যে ইডি-কে নিজেদের জবাব দিতে বলা হয়েছে। কেজরিওয়ালের আবেদনের পরবর্তী শুনানি হবে আগামী ২৯ এপ্রিল।


You might also like!