কলকাতা : বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হওয়ার কথা ছিল ১২ জুন। হঠাৎ করেই উদ্বোধনের দিন ১২ জুনের পরিবর্তে ১১ জুন শুরু হবে। কারণ ১২ জুন টি-২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার ম্যাচ রয়েছে বলে শুরুর দিন এগিয়ে আনা হল। মহিলা এবং পুরুষ উভয় টিমই এই টুর্নামেন্টে খেলবে। টুর্নামেন্ট হবে ১১ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। মোট আট ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে। সিএবি সভাপতি স্নেহাশীষ গঙ্গোপাধ্যায় বলেছেন, 'টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন। ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে প্রথমদিন ছেলেদের একটি ম্যাচ হবে। এরপর ১২ জুন থেকে মেয়েদের ম্যাচ হবে যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসের মাঠে। টি-২০ বিশ্বকাপ ফাইনালের একদিন আগে এই টুর্নামেন্ট শেষ হবে।’