Game

1 week ago

IPL 2024 : চলতি আইপিএল রানের পাহাড়, বোলাদের নিয়ে চিন্তিত গাভাসকার

Sunil Gavaskar
Sunil Gavaskar

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃচলতি আইপিএলে রানের ফোয়ারা ছুটছে। খুব সহজেই ২০০ রান করে ফেলছেন ব্যাটাররা। ফলে বোলাদের জন্য ক্রমশই কঠিন হচ্ছে ম্যাচ। ব্যাটারদের আধিপত্য নিয়ে সমালোচনায় ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকার। বিসিসিআইয়ের কাছে বোলাদের জন্য সুরক্ষার দাবি করলেন তিনি।

বোলারদের পক্ষ নিয়ে গাভাসকার মাঠের বাউন্ডারি আরও বড় করার প্রস্তাব দেন। তাঁর কথায়, 'ব্যাটিং নিয়ে কোনও পরিবর্তন চাই না। এটা নিয়মের মধ্যেই রয়েছে। কিন্তু প্রত্যেক মাঠের বাউন্ডারির সীমানা আরও বড় করতে হবে। আরও দুই মিটার বড় করার যথেষ্ট সুযোগ রয়েছে, যা একটা ছয় এবং ক্যাচের মধ্যে পার্থক্য তৈরি করে দিতে পারে।'

চলতি আইপিএলে ১৫ বার ২০০-র ও বেশি রান করেছে দলগুলি। পাঁচটি ম্যাচে আড়াইশোর বেশি রান করেছে কয়েকটি দল। সানরাইজার্স হায়দরাবাদ একাই তিনবার আড়াইশোর বেশি রান করেছে। এই পরিস্থিতিতে বোলাদের নিয়ে চিন্তিত গাভাসকার।


You might also like!