Country

1 week ago

Priyanka Gandhi : 'আমার মাকে মঙ্গলসূত্রের বলিদান দিতে হয়েছিল...', মোদীকে ইন্দিরা-সোনিয়ার ত্যাগের কথা স্মরণ প্রিয়াঙ্কার

Priyanka Gandhi (File Picture)
Priyanka Gandhi (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মঙ্গলসূত্র' মন্তব্য নিয়ে এবার আসরে প্রিয়াঙ্কা গান্ধী। 'কংগ্রেসের উদ্দেশ্যে মহিলাদের সোনাদানা, মঙ্গলসূত্র ছিনিয়ে নিয়ে বিশেষ গোষ্ঠীর মধ্যে বিলিয়ে দেওয়া।' এমনই মন্তব্য করতে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জবাবে প্রিয়াঙ্কা বলেন, 'লজ্জা হওয়া উচিত ওঁর। এমন মন্তব্য করে ভোটারদের ভয় দেখাতে চাইছেন উনি।'

মা-ঠাকুমার প্রসঙ্গ টানলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'গত দু'দিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগাড়ে বলে চলেছেন, কংগ্রেস পার্টি আপনাদের মঙ্গলসূত্র, সোনাদানা ছিনিয়ে নিতে চাইছে। ৭০ বছরের বেশি হয়ে গিয়েছে, দেশ আজ স্বাধীন। কংগ্রেস ৫৫ বছর ক্ষমতায় ছিল। কখনও আপনাদের ঘরের সোনা ছিনিয়ে নেওয়া হয়েছে? আপনার মঙ্গলসূত্র? আমাদের দেশ যখন যুদ্ধ করেছিল, ইন্দিরা গান্ধী নিজের গয়না দেশের জন্য দান করে দিয়েছিলেন। আমার মায়ের মঙ্গলসূত্র এই দেশের জন্য বলিদান হয়েছিল। এগুলো BJP-র পক্ষে বোঝা সম্ভব নয়।'

নারীর বলিদান নিয়ে সরব প্রিয়াঙ্কা

বেঙ্গালুরুতে একটি নির্বাচনী জনসভায় প্রিয়াঙ্কা গান্ধীকে বলতে শোনা যায়, 'ভারতীয় জনতা পার্টির নেতারা নারীদের বলিদানের কথা বুঝতে পারবেন না। দেশের জন্য বলিদান দেওয়া আমাদের মহিলাদের রক্তে রয়েছে। এটাই দেশের সংস্কৃতি। এখানে মা-বোনেরা দেশের জন্য প্রাণপাত করেছেন। যতক্ষণ না ঘরের প্রতিটি সদস্য বাড়ি ফেরে, ততক্ষণ জেগে বসে থাকেন মহিলারা। পরিবারে কোনও আর্থিক সংকট এলে নিজের গলার গয়না খুলে বন্ধক রাখতেই পিছপা হন না মহিলারা। নিজে না খেয়ে শুয়ে পড়বে কিন্তু, পরিবারের কোনও সদস্যকে খালি পেটে রাখেন না আমাদের মা-বোনেরা।'

নিজের বক্তব্য নোটবন্দি, করোনা পরিস্থিতিতে লকডাউন এবং কৃষক আন্দোলনের প্রসঙ্গ তুলে মহিলাদের অবদানের কথা তুলে ধরেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, 'মোদীজি যদি মঙ্গলসূত্রের মাহাত্ম বুঝতেন, তাহলে এমন অনৈতিক কথা বলতে পারতেন না। যখন নোটবন্দি হয়েছিল, দেশে কৃষক আন্দোলন হয়েছিল, কত মহিলার মঙ্গলসূত্র কেড়ে তাঁদের বিধবা করা হয়েছিল, মনে আছে? মণিপুরে যখন একজন মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হল, তখন কেন চুপ ছিলেন মোদীজি? ভোটের জন্য আজ এত বড় বড় কথা বলছেন।'

কেবলমাত্র মঙ্গলসূত্র নিয়ে করা মন্তব্যই নয়, মুসলিম ইস্যুতে নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়েও সমালোচনার ঝড় বিরোধী শিবিরে। কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে।

You might also like!