West Bengal

2 weeks ago

Bally Bridge: শুরু বালি ব্রিজের রেললাইন মেরামতির কাজ, ট্রেনের গতি নিয়ন্ত্রণ নিবেদিতা সেতুতে

Bally Bridge (File Picture)
Bally Bridge (File Picture)

 

হাওড়া, ২৯ এপ্রিল: বালি ও দক্ষিণেশ্বরের মধ্যে সংযোগকারী বালি ব্রিজ বা নিবেদিতা সেতুর রেললাইনের মেরামতির কাজে হাত দিল রেল। হুগলি নদীর উপরে গুরুত্বপূর্ণ এই সেতুর ট্রেন চলাচলের অংশের স্ট্রিঙ্গার বদলের কাজ শুরু করেছে রেল। সোমবার রেল সূত্রে জানা গেছে, সেতুতে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হবে। এই রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় কিছুদিন সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকবে রাত সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত।

উল্লেখ্য, সেতুর যে পাতের উপরে রেললাইন বসানো হয়, তাকেই স্ট্রিঙ্গার বলে। রেললাইন দৃঢ় ভাবে ধরে রাখা ছাড়াও সেতুতে ট্রেন চলাচলের ভার একাধিক গার্ডারের উপরে সমান ভাবে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ওই পাত গুরুত্বপূর্ণ। এই অংশেরই কাজ করা হচ্ছে।

প্রসঙ্গত, রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় সতর্কতার কারণে আপাতত ঘন্টায় ২০ কিলোমিটার বেগে ট্রেন চালানো হবে। কাজ সম্পন্ন হলে ফের স্বাভাবিক গতিতে চলবে ট্রেন। নিবেদিতা সেতু দিয়ে ঘন্টায় ৯০ কিলোমিটার গতিবেগে চলাচল করে ট্রেন। এই লাইনের উপর দিয়ে শিয়ালদহ রাজধানী, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস-সহ বহু গুরুত্বপূর্ণ ট্রেন চলাচল করে। দক্ষিণেশ্বর এবং বালির মধ্যে সংযোগ রক্ষাকারী ওই সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন ছাড়াও কলকাতা বন্দর থেকে পণ্য নিয়ে আসা মালগাড়িও যাতায়াত করে।


You might also like!