Country

2 weeks ago

Yogi Adityanath:দেশ ও বিশ্বের সামনে কংগ্রেসের আসল চেহারা উন্মোচিত হয়েছে : যোগী আদিত্যনাথ

Yogi Adityanath
Yogi Adityanath

 

লখনউ, ২৯ এপ্রিল : সিএএ-র প্রেক্ষিতে কংগ্রেসের অবস্থানের তীব্র সমালোচনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার যোগী বলেছেন, দেশ ও বিশ্বের সামনে কংগ্রেসের আসল চেহারা উন্মোচিত হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনায়ও সরব হয়েছেন যোগী। সোমবার সকালে যোগী আদিত্যনাথ বলেছেন, "দেশ ও বিশ্বের সামনে কংগ্রেসের আসল চেহারা উন্মোচিত হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কোনও ব্যক্তি, কোনও জাতি অথবা কোনও ধর্মের বিরুদ্ধে নয়। এটি মানবতার প্রতি ভারতের বার্তা। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চালানো হয় এবং তাঁরা উদ্বাস্তু হিসেবে ভারতে আসে। সেই তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার পক্ষে। কংগ্রেসের এটা নিয়ে এতো এলার্জি কেন, যারা মানবতার শত্রু তাঁদের চাপে কেন থাকছে কংগ্রেস।"

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে যোগী আদিত্যনাথ বলেছেন, "যারা ভারতের ইতিহাস এবং ভূগোল জানেন না, তারা অবশ্যই অপ্রাসঙ্গিক মন্তব্য করবেন। ভারতের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং আমাদের ঋষি, মহারাজারা এবং প্রত্যেকেই সমাজের একটি অংশ। তাঁদের নিজ নিজ ক্ষেত্রে অবদান রেখেছেন...রাহুল জি কখনও মুঘলদের নৃশংসতার কথা মনে রাখেননি, যারা ভারতকে ইসলামীকরণের জন্য কোনও খামতি রাখেনি...এটা দুর্ভাগ্যজনক যে যারা নিজেদের দুর্ঘটনাবশত হিন্দু বলে তারা ভারতের ঐতিহ্য নিয়ে গর্ব অনুভব করতে পারে না।"


You might also like!