West Bengal

1 week ago

Hooghly: অভিষেকের সভার প্রাক্কালে পাণ্ডুয়ায় বোমা! বলি ১, গুরুতর জখম আরও ২

Bomb in Pandua (File Picture)
Bomb in Pandua (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে হুগলির পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ। প্রাণ গেল এক কিশোরের। গুরুতর জখম আরও ২। তারা বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। তারা বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর। হুগলি গ্রামীণ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

সোমবার সকালে ভয়াবহ ঘটনার সাক্ষী হুগলির পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লি কলোনি। পুকুর পাড়ে তিনজন কিশোর খেলা করছিল। বল ভেবে বোমা হাত দেয় তারা। তাতেই বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দ শুনতে স্থান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছন। স্থানীয়রা দেখেন এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে তারা। সকলেই রক্তাক্ত। তড়িঘড়ি তিন কিশোরকে উদ্ধার করা হয়। নিয়ে যাওয়া হয় পাণ্ডুয়া হাসপাতালে। চিকিৎসকরা জানান, রাজ বিশ্বাস নামে বছর দশেকের এক কিশোরের মৃত্যু হয়েছে। অপর দুই কিশোর রূপম বল্লব (১৩) এবং সৌরভ চৌধুরী (১১) অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তারা বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ।

আগামী ২০ মে অর্থাৎ পঞ্চম দফায় পাণ্ডুয়ায় ভোট। আবার আর কয়েক ঘণ্টার মধ্যে পাণ্ডুয়ায় তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার সারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে বোমা বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর শোরগোল। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবি, ভোটের জন্য বোমা মজুত করা হচ্ছিল। কেন পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তদন্ত করে গোটা ঘটনা খতিয়ে দেখা হবে বলেই দাবি স্থানীয় শাসক শিবিরের। ভোট আবহে কে বা কারা ওই পুকুরপাড়ে বোমা মজুত করল, তা খতিয়ে দেখছে হুগলি গ্রামীণ থানার পুলিশ।

You might also like!