Country

5 hours ago

Delhi Bomb Scare: দিল্লির ৫০-টিরও বেশি স্কুলে বোমার হুমকি, বিষেশ তৎপরতা পুলিশের

Delhi Police along with bomb disposal squads and sniffer dogs rushed to schools
Delhi Police along with bomb disposal squads and sniffer dogs rushed to schools

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : বোমার হুমকি পেল দিল্লির ৫০-টিরও বেশি স্কুল। ইমেলের মাধ্যমে এসেছে এই হুমকি। বুধবারের এই হুমকি ইমেলের পরিপ্রেক্ষিতে বিশেষ তৎপর হতে দেখা গিয়েছে দিল্লি পুলিশকে।
বুধবার সকালে প্রথমে জানা যায়, নজফগড়ের একটি স্কুল এবং মালব্য নগরের আরেকটি স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এরপরই দিল্লি পুলিশ জানায়, এমন হুমকি পেয়েছে ৫০-টির বেশি স্কুল। কারোল বাগের প্রসাদ নগরের অন্ধ্র এডুকেশন স্কুলেও হুমকি দেওয়া হয়। প্রতিটি স্কুলে তল্লাশি চালানো হয়, তবে সন্দেহজনক কিছুই পাওয় যায়নি।

You might also like!