নয়াদিল্লি, ২৮ আগস্ট : আশঙ্কায় সত্যি হয়ে গেল, দিল্লিতে বিপদসীমা ছাড়িয়ে গেল যমুনার জলস্তর। যমুনার জলস্তর বৃদ্ধি পেতেই নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে দিল্লির লোহা পুল এলাকায় দেখা যায়, যমুনা নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যেই নীচু এলাকায় বসবাসকারী মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, একটানা বৃষ্টিতে উত্তর প্রদেশের বারাণসীতেও বৃদ্ধি পেয়েছে গঙ্গার জলস্তর, ইতিমধ্যেই গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করায় বারাণসীর অনেকগুলি ঘাট জলের তলায়। বারাণসীতে টানা ভারী বৃষ্টিপাতের ফলে গঙ্গা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় জনবসতি এলাকা ও মন্দিরগুলি জলমগ্ন হয়ে পড়েছে।