Country

5 hours ago

Congress protest on OBC issue: ওবিসি সংরক্ষণ ইস্যুতে সংসদ চত্বরে ধর্না কংগ্রেস সাংসদদের, বিজেপিকে তোপ এম রবির

Congress MP Mallu Ravi
Congress MP Mallu Ravi

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : ওবিসি সংরক্ষণ ইস্যুতে বুধবার সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন কংগ্রেস সাংসদরা। ৪২ শতাংশ ওবিসি সংরক্ষণ ইস্যুতে এদিন সংসদ চত্বরে ধর্নাও দেন কংগ্রেস সাংসদরা। বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণও শানান।

কংগ্রেস সাংসদ মাল্লু রবি বলেন, "তেলেঙ্গানা সরকার ইতিমধ্যেই দু'টি বিল এবং একটি অধ্যাদেশ রাজ্যপালের কাছে পাঠিয়েছে, যেগুলি পরবর্তীতে ভারতের রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। অন্যান্য অনগ্রসরদের জন্য ৪২ শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিলগুলি বিচারাধীন। এটাই বিজেপি সরকারের মনোভাব। তাঁরা সকলেই অন্যান্য অনগ্রসরদের বিরুদ্ধে; সেই কারণেই তাঁরা গত ৪ মাস ধরে ভারতের রাষ্ট্রপতির কাছে থাকা বিলগুলি প্রকাশ করছে না।"


You might also like!