kolkata

1 week ago

Calcutta High Court:নিউটাউনে জমিতে তৃণমূলের দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ,অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ হাইকোর্টের

Justice Amrita Sinha ordered the demolition of illegal party offices
Justice Amrita Sinha ordered the demolition of illegal party offices

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএবার নিউটাউনে জমি দখল করে একাধিক পার্টি অফিস তৈরির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। নিউটাউনে ফুটপাত এবং ফাঁকা জায়গা দখল করে একের পর এক পার্টি অফিস তৈরি করেছে রাজ্যের শাসক দল। বিষয়টি জেনেও হিডকো এবং নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ বা এনকেডিএ কোনও পদক্ষেপ করেনি, এই অভিযোগে দায়ের হওয়া মামলায় এনকেডিএ-কে কড়া ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। বেআইনিভাবে পার্টি অফিস তৈরি হয়ে থাকলে তা অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১০ মে এবিষয়ে এনকেডিএ, হিডকো এবং নিউটাউন থানাকে রিপোর্ট জমা দিতে হবে।

সাধারণত নিউটাউনে কোনও নির্মাণের জন্য অনুমতি দিয়ে থাকে এনকেডিএ। অভিযোগ,  হিডকোর জমি দখল করে তৃণমূলের পার্টি অফিসগুলি তৈরি হয়েছে। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সংশ্লিষ্ট মামলার শুনানিতে এনকেডিএ-র আইনজীবী দাবি করেন, "মামলাটির কোন গ্রহণযোগ্যতা নেই। পাশাপাশি যেসব জায়গায় পার্টি অফিসগুলি তৈরির অভিযোগ উঠছে সেগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না।" এই বক্তব্য শুনেই ক্ষুব্ধ হন বিচারপতি সিনহা। হিডকোর আইনজীবীকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'আপনি কি কোনও রাজনৈতিক দলের হয়ে সওয়াল করতে এসেছেন? ওই এলাকায় নির্মাণের জন্য অনুমতি আপনারা দিয়ে থাকেন। বিনা অনুমতিতে তাহলে কী করে ওই পার্টি অফিস গুলো তৈরি হল? বলতে চান আপনারা কিছুই জানেন না?'

বিচারপতির প্রশ্নের প্রেক্ষিতে আইনজীবী বলেন, "একটি বেআইনি নির্মাণ বা টিনের তৈরি অস্থায়ী পার্টি অফিসের হদিশ পাওয়া গিয়েছে। সেটি হিডকোর জমিতে তৈরি হয়েছে।" অন্যদিকে, নিউটাউন থানার তরফে উপস্থিত আইনজীবী জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কেএমডিএ এবং হিডকো উভয়ের বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। কিন্তু এখনও কোনও উত্তর মেলেনি। 

এরপরই বিচারপতি নির্দেশ দেন, ওই পার্টি অফিসগুলির ছবি আদালতে জমা পড়েছে। সেই ছবি দেখে অবিলম্বে ওই পার্টি অফিসগুলিকে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে সেগুলির যদি অনুমতি না থাকে তাহলে অবিলম্বে তা ভেঙে ফেলতে হবে। শুধু এনকেডিএ কর্তৃপক্ষ নয়, পুলিশকেও ওই বেআইনি নির্মাণগুলি খুঁজে বার করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আগামী ১০মে মামলার পরবর্তী শুনানি। 


You might also like!