kolkata

1 week ago

Abhishek Banerjee:জঙ্গি নিশানায় অভিষেক,বাড়ির সামনে করা হয় ‘রেইকি’ও, গ্রেফতার করল লালবাজার

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুম্বই হামলার ষড়যন্ত্রীর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়! অভিযুক্ত ব্যক্তি কলকাতায় এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি এবং অফিসের সামনে রেইকিও করেন বলে খবর। সোমবার তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, মুম্বই হামলার ওই ষড়যন্ত্রীর নাম রাজারাম রেগি। রাজারাম কেন কলকাতায় এলেন, ভিডিয়োগ্রাফি করে তার তদন্ত শুরু হয়েছে।

মুম্বই হামলার ওই ষড়যন্ত্রীর নাম রাজারাম রেগে। লালবাজার সূত্রের খবর, রাজারাম কলকাতায় শেক্সপিয়ার সরণি এলাকার একটি হোটেলে উঠেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর পিএ-র মোবাইল নম্বরও জোগাড় করেছিলেন তিনি। শুধু তাই নয়, অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিলেন রাজারাম। তারপরই নাকি অভিষেকের বাড়ির সামনে থেকে ঘুরে যান তিনি, এমনই তথ্য সামনে এনেছে কলকাতা পুলিশ। 

২৬/১১ মুম্বই হামলার তদন্তে রেগের নাম উঠে এসেছিল। অভিযুক্তের আরও এক বড় পরিচয় হল তিনি একসময় শিবসেনা নেতা ছিলেন। কলকাতা পুলিশের বয়ান অনুযায়ী, মুম্বই হামলার অন্যতম চক্রী ডেভিড হেডলির যখন শিকাগোতে বিচার প্রক্রিয়া চলছিল, সেই সময় তিনি বয়ান দিয়েছিলেন যে রাজারাম রেগে নামে এই শিবসেনা নেতার সঙ্গে তিনি দেখা করেছিলেন। লস্কর-ই-তৈবার মুম্বই হামলায় এই রাজারাম রেগেকে ব্যবহার করতে চেয়েছিলেন বলেও জানান ধৃত ওই জঙ্গী। এরপর থেকেই রাজারামের নাম মুম্বই হামলার ঘটনায় জড়িয়ে পড়ে। সম্প্রতি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ষড়যন্ত্র করেছিলেন বলে জানতে পারেন লালবাজারের কর্তারা। সেই মাফিক শুরু হয় তদন্ত। এরপরই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স রাজারামকে মুম্বই থেকে গ্রেফতার করে। তাঁকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে।

 ঠিক কী কারণে অভিষেকের বাড়ি রেইকি করেছিলেন রাজারাম তা অভিযুক্তকে জেরা করে জানতে চায় কলকাতা পুলিশ। এ প্রসঙ্গে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা বলেন, “ আমরা জানতে পারি একজন মুম্বই থেকে এসে এখানে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পিএ-এর নম্বরও জোগাড় করে। বাড়ির আশেপাশে রেইকিও করে। তাঁর নাম রাজারাম রেগে নাম। ২৬/১১ মুম্বই হামলার সময় ডেভিড হেডলি যখন ভারতে আসে, তখন যে হেডলিকে কয়েকজন রাজনৈতিক নেতার উপর রেইকি করতে সাহায্য করেছিল, সে এই রাজারাম রেগে ।" 

ভোটের মরশুমে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে অভিষেকের নিরাপত্তা আরও আঁটসাঁট করার ভাবনা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও রেইকি করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। 


You might also like!