Breaking News
 
Parno Mittra: বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক রদবদল, তৃণমূলে যোগ অভিনেত্রী পার্ণোর India’s Modi, Bangladesh’s Yunus:‘ভারতবিরোধী প্রচারই কাঁটা!’ দিল্লির সঙ্গে সম্পর্ক মেরামতে বড় বাধা কবুল করল ইউনূস প্রশাসন Coca-Cola:কোকা-কোলার বড় ঘোষণা! ২০২৫-এর শুরুতেই ব্যাপক কর্মী ছাঁটাই, কত শতাংশের ওপর পড়বে কোপ? Air India: এয়ার ইন্ডিয়ায় তুলকালাম! যাত্রীর নাকে ঘুষি মারার অভিযোগ পাইলটের বিরুদ্ধে, বড় পদক্ষেপ নিল বিমান সংস্থা Suvendu and Abhijit: শুভেন্দু-অভিজিৎ দ্বৈরথে ইতি? প্রশংসা শুনেই শুরু জল্পনা—বিজেপির অন্দরে কি বরফ গলছে? Mithun Chakraborty:এবার ময়দানে মহাগুরু! হিন্দু হত্যা নিয়ে কড়া বার্তা মিঠুনের—‘বেশি বাড়াবাড়ি করলে গুঁতো খাওয়া কেউ আটকাতে পারবে না’

 

Entertainment

1 year ago

New Serial Uraan : কামব্যাক প্রতীক সেনের, মহারাজ-পূজারিণীর 'উড়ান' স্টার জলসায়, প্রোমো প্রকাশ্যে

New Serial Uraan
New Serial Uraan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃস্টার জলসায় আসতে চলেছে আরও একটি নতুন ধারাবাহিক । ইতিমধ্যে চ্যানেলের তরফে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে । আর প্রোমোতেই মিলেছে দারুণ চমক । জল্পনা সত্যি করে কামব্যাক করছেন প্রতীক সেন । নতুন ধারাবাহিক 'উড়ান'-এর নায়ক তিনি । প্রতীকের বিপরীতে অভিনয় করছেন নবাগতা রত্নপ্রিয়া । এই নতুন জুটির নতুন 'উড়ান'দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা ।

প্রোমোতে দেখা যাচ্ছে, মহারাজ ও পূজারিণী, সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ । মহারাজ, যে সবসময় মদের নেশায় চুর হয়ে থাকে, পাড়ায় মস্তানি করে, একসময় সেই ছিল পাড়ার মেধাবী ছাত্র । অন্যদিকে, পূজারিণী ফুলের দোকান চালায়, অন্যের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় । এবার এই দুই ভিন্ন জগতের মানুষ কীভাবে এক সুতোয় বাঁধা পড়বে ? কীভাবে এক হবে দু'টি মন ? উত্তর মিলবে 'উড়ান'-এ । মহারাজের ভূমিকায় প্রতীক ও পূজারিণীর ভূমিকায় দেখা যাবে রত্নপ্রিয়াকে ।

প্রোমো ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহ বেড়েছে । কোন স্লটে আসবে এই মেগা, তা নিয়ে ইতিমধ্যেই চর্চা তুঙ্গে। টেলিপাড়ায় কানাঘুষো খবর, খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে জল থই থই ভালবাসা । আর তার জায়গায় সম্প্রচারিত হতে পারে নয়া ধারাবাহিক । যদিও, এখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেনি চ্যানেল কর্তৃপক্ষ ।


You might also like!