West Bengal

2 weeks ago

TMC reaction on Nadda's statement: সন্দেশখালি নিয়ে নাড্ডার নিশানা, প্রতিক্রিয়া তৃণমূলের

TMC reaction on Nadda's statement (File Picture)
TMC reaction on Nadda's statement (File Picture)

 

কলকাতা, ২৮ এপ্রিল: সন্দেশখালির ঘটনা নিয়ে রবিবার তৃণমূলকে নিশানা করেন বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। এরই প্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়া জানালো তৃণমূল কংগ্রেস।

তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায় বলেন, সন্দেশখালির ঘটনা বাংলার ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে মাত্র একটি জায়গার ঘটনা। তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, সন্দেশখালির ঘটনায় সব অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। বরং তিনি প্রশ্ন তোলেন, যেসব রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে মহিলাদের ওপর নির্যাতন হলে কী ব্যবস্থা নেওয়া হয়?

উল্লেখ্য, রবিবার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তায় তৃণমূলকে নিশানা করে জে পি নাড্ডা বলেন, সন্দেশখালিতে নারীদের মর্যাদা ও সম্ভ্রম রক্ষায় যাওয়া তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপরও হামলা হয়েছে। বাংলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। এনএসজি কমান্ডোদের আসতে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তিনি বলেন, মমতা দিদি বাংলাকে কীসে পরিণত করেছেন? যেখানে রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যেত, সেখানে এখন বোমা-বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলায় অরাজকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।

You might also like!