Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

BJP News: বাঙালি বিরোধী ট্যাগ মুছতে মরিয়া বিজেপি, ভিনরাজ্যের পুজোয় বিশেষ ভূমিকা নেবেন বাঙালি নেতারা!

BJP to send Bengali leaders to Durga Puja in other states
BJP to send Bengali leaders to Durga Puja in other states

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোকে ঘিরে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে বিজেপি। সামনে আসছে বাংলার বিধানসভা ভোট, তাই উৎসবকে হাতিয়ার করে দেশের নানা প্রান্তে থাকা বাঙালি সম্প্রদায়ের সঙ্গে যোগসূত্র আরও মজবুত করতে চাইছে গেরুয়া শিবির।তাদের বিরুদ্ধে বাংলাভাষা ও বাঙালি বিরোধী বলে যে তকমা লেগেছে এবং দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের যেভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে, তা সামলাতে দুর্গাপুজোকে হাতিয়ার করেই মাঠে নামতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করেছে, বাংলার বিজেপি নেতারা ভিন রাজ্যে দুর্গাপুজোর প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে বাঙালিদের সঙ্গে জনসংযোগ করবেন।

আগামী সপ্তাহে, সম্ভবত মঙ্গলবার কলকাতায় বৈঠকে বসবেন দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক সুনীল বনশল এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ। সেখানে বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে, কারা ভিনরাজ্যের দুর্গাপুজো প্যান্ডেলে যোগ দেবেন। ইতিমধ্যেই বনশলরা সম্ভাব্য তালিকা তৈরি করেছেন। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার ও দেবশ্রী চৌধুরি, বিধায়ক অগ্নিমিত্রা পাল, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়সহ একাধিক নেতা। কলকাতার বৈঠকের আগে এ নিয়ে বৃহস্পতিবারই ভার্চুয়াল মাধ্যমে একটি প্রাথমিক বৈঠক সেরে নিয়েছেন তরুণ চুঘ।এদিকে, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এদিনই বিজেপির সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে এবারেও ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সেবা পক্ষ অভিযান কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাতে দেশের বিভিন্ন রাজ্যে রক্তদান শিবির থেকে শুরু করে স্বচ্ছতা অভিযান, ম্যারাথন-সহ একাধিক কর্মসূচি পালন করা হবে। বাংলা থেকে বৈঠকে উপস্থিত ছিলেন লকেট।

You might also like!