Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Country

2 months ago

Ramban Cloudburst: মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান রামবানে; মৃত ৩, নিখোঁজ ৫ জন

Ramban Cloudburst
Ramban Cloudburst

 

রামবান, ৩০ আগস্ট : মেঘভাঙা বৃষ্টির পর হড়পা বানে জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় প্রাণ হারালেন ৩ জন। এছাড়াও ৫ জনের কোনও খোঁজ মেলেনি। উদ্ধারকাজ চলছে। শনিবার রামবান জেলার রাজগড় তেহসিলে এই মেঘভাঙা বৃষ্টির ঘটনাটি ঘটেছে। জেলা প্রশাসন জানিয়েছে, রামবানের রাজগড় এলাকায় ভারী বৃষ্টিপাত ও হড়পা বানে ৩ জনের মৃত্যু হয়েছে। ৫ জন নিখোঁজ রয়েছেন, এই মুহূর্তে উদ্ধার অভিযান চলছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, "এখনও পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৫ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ মেঘভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যা দেখা দেয়, যার ফলে সম্পত্তির ক্ষতি হয় এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।"

You might also like!