Technology

7 months ago

দারুণ সেলফি ক্যামেরা, সেরা সব ফিচার্স!ভারতে লঞ্চ হল Vivo T3x 5G, দাম 15 হাজার টাকার চেয়েও কম

Vivo T3x 5G
Vivo T3x 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যারা কম বাজেটে শক্তিশালী 5G স্মার্টফোন কিনতে চান তাদের জন্য Vivo একটি নতুন ডিভাইস নিয়ে এসেছে। ব্র্যান্ডটি Vivo T3x 5G ফোন লঞ্চ করেছে, ভারতীয় বাজারে তার T3 সিরিজের পণ্য পোর্টফোলিও প্রসারিত করেছে। 15 হাজারের মধ্যে ইউজারদের কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 চিপসেট, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 6.72 ইঞ্চি বড় স্ক্রিন এবং 6000mAh ব্যাটারির মতো শক্তিশালী ফিচার্স দেওয়া হয়েছে।

Vivo T3x 5G এর দাম এবং সেল

ভারতীয় বাজারে ভিভো এর এই নতুন Vivo T3x 5G ফোনটি তিনটি অপশনে পেশ করা হয়েছে।

Vivo T3x 5G ফোন 4GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,499 টাকা, 6GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 8GB RAM +128GB স্টোরেজ টপ ভেরিয়েন্টের দাম 16,499 টাকা রাখা হয়েছে।

লঞ্চ অফার হিসাবে কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে 1,500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

ব্যাঙ্ক ডিসকাউন্ট সহ এই ফোনের বেস মডেলের দামে 12,499 টাকা, মিড মডেলের দামে 13,499 টাকা এবং টপ মডেলের দামে 14,999 টাকায় দেওয়া হচ্ছে।

24 এপ্রিল থেকে ভিভো এর এই নতুন স্মার্টফোন শপিং সাইট ফ্লিপকার্ট এবং সমস্ত রিটেল আইউটলেটগুলিতে সেল করা হবে।

Vivo T3x 5G ফোনটি সেলিস্টিয়ল গ্রিন এবং ক্রিমসন ব্লিস এর মতো দুটি কালার অপশনে পেশ করা হবে।

Vivo T3x 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই নতুন Vivo T3x 5G স্মার্টফোনে 6.72 ইঞ্চির এচডি প্লাস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি পাঞ্চ-হোল ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং হাই রেজোলিউশন সহ পেশ করা হয়েছে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য Vivo T3x 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.2GHz হাই ক্লক স্পীডে কাজ করে।

স্টোরেজ: Vivo T3x 5G স্মার্টফোনটি তিনটি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। এতে 4GB RAM +128GB স্টোরেজ, 6GB RAM +128GB স্টোরেজ এবং 8GB RAM +128GB স্টোরেজ অপশন রয়েছে। এই ফোনে RAM বাড়ানোর জন্য ভার্চুয়াল ফিচার ব্যবহার করা হয়েছে। এতে ইউজাররা প্রায় 16GB পর্যন্ত RAM বাড়াতে পারবে।

ক্যামেরা: এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং 2 মেগাপিক্সেল অন্য ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: Vivo T3x 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জিঙের জন্য এতে 44ওয়াট ফাস্ট চার্জিং ফিচার জহ করা হয়েছে।

অন্যান্য: Vivo T3x 5G ফোনে আইপী64 রেটিং, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম, 4G, 5G, ওয়াই-ফাই এবং ব্লুটুথ সহ বিভিন্ন ফিচার সহ লঞ্চ করা হয়েছে।

ওজন এবং ডায়মেনশন: এই ফোনটির ওজন 199 গ্রাম এবং ডায়মেনশন মাত্র 7.99mm রয়েছে।

ওএস: Vivo T3x 5G ফোন অ্যান্ড্রয়েড 14 এবং Fun Touch OS 14 সহ কাজ করে।


You might also like!