দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কৈলাশে ফিরে গিয়েছেন মা উমা।
মায়ের বিদায়বেলায় মর্ত্যলোক জুড়ে এখন বিষাদের সুর। তবে দুর্গাপুজো শেষ হলেও শেষ হচ্ছে
না পুজোর স্পেল। এবার আসছে কালীপুজো। আলোর রসনায় মেতে উঠবেন সকলে। আতশবাজি ও দীপের
আলোয় আলোকিত হয়ে ওঠে কালীপুজোর রাত।
শাস্ত্র মতে, মা কালী ১১ রূপের আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে।
কালীপুজো বা দিপাবলীর এই আরাধনাকে শ্যামা পুজো বা মহানিশি পুজোও বলা হয়। কার্ত্তিক
অমাবস্যার রাতে কালীপুজো করা হয়। এ বছর কার্ত্তিক অমাবস্যা পড়েছে ৩১ অক্টোবর (১৪ কার্তিক),
বৃহস্পতিবার। ৩১ অক্টোবর ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর
১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজো মধ্যরাত্রি পর্যন্ত চলে, শুরুও হয় রাতেই, তাই
৩১ অক্টোবর পুজো হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর ১১:৪৮ মিনিট থেকে ১ নভেম্বর
১২:৪৮ মিনিট পর্যন্ত।