Festival and celebrations

1 year ago

Saraswati Puja : কালনায় দুর্গা পুজোর থেকেও বড় উৎসব সরস্বতী পুজোয়, তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি

Saraswati Puja
Saraswati Puja

 

পূর্ব বর্ধমান, ২৫ জানুয়ারি : দুর্গা পুজোর থেকেও বড় উৎসব কালনাবাসীর কাছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর প্রস্তুতিকে কেন্দ্র করে মেতে উঠেছে কালনা শহরবাসী। রাজ্যে এই একমাত্র শহর যেখানে লক্ষ লক্ষ টাকার বাজেটের পুজো হয়।

কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে কালনা শহরকে। সরকারি মতে ৭৬টি বড় পুজো, বেসরকারি মতে প্রায় দেড়শোরও বেশি পুজো হয় কালনায়। বাগদেবীর আরাধনার দিন গোনা শুরু হয় পুজোর শেষ দিন থেকে। কালনা শহরে দুর্গাপুজোর থেকেও বড় উৎসব সরস্বতী পুজো। এই শহরে লক্ষ লক্ষ টাকা বাজেটের পুজো হয়।

কোথাও খবরের কাগজ , কোথাও ফেলে দেওয়া জিনিস, কোথাও বাঁশ দিয়ে তৈরি হয়েছে মণ্ডপ। হারিয়ে যাওয়া শিল্পকে থিমের মাধ্যমে তুলে ধরেছেন কালনার বিভিন্ন ক্লাবকর্তা। ৭৬টি বড় পুজোর মধ্যে বেশিরভাগই থিমের পুজো।

মঙ্গলবার রাতে সরস্বতী পুজোর গাইড ম্যাপ প্রকাশ ও একটি পুজোর উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন। দীর্ঘ দু’বছর করোনা আবহাওয়া কাটিয়ে এবছর মেতে উঠেছে বাগদেবীর আরাধনায় কালনা শহরবাসী। এবছরই নতুন একটি ক্লাব ত্রিধারা, কালনা রাজবাড়ি মাঠ সংলগ্ন এই ক্লাবের প্রথম পুজো শুরু করল। এই পুজোর উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার।

নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। ৬০০ পুলিশ মোতায়েন থাকছে, ১৩৫টি সিসি ক্যামেরা। চলবে ড্রোনের সাহায্যে নজরদারি। সীমান্তবর্তী জেলা নদিয়া, সেই কারণে টহলদারি চলবে জলপথে। এককথায় কালনার সরস্বতী পুজো ঘিরে শহরবাসীর উন্মাদনাকে সামনে রেখে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে শহরকে।

You might also like!