দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় ত্রিপুরা সরকার উদ্যোগ নিয়েছে। ওয়ানগালা উৎসবের মাধ্যমে গারো সম্প্রদায়ের মানুষেরা তাদের কুল দেবতার পূজা করেন। উদয়পুর নাতিন টিলায় রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসবের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন।
অর্থমন্ত্রী আরও জানান, উৎসব মানে মিলন মেলা। ওয়ানগালা উৎসব গারো সম্প্রদায়ের প্রধান উৎসব। এই উৎসবের মধ্যদিয়ে জাতি জনজাতি অংশের মানুষের মিলন ঘটে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার জনজাতি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছে।
উদয়পুর মহকুমা প্রশাসন, ত্রিপুরা গারো ইউনিয়ন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পীরানী দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা অজয় দে প্রমুখ।