Breaking News
 
Tanya Mittal :প্রেমানন্দ মহারাজের দর্শন সেরেই বিয়ের ঘোষণা! কে হতে চলেছেন তান্যা মিত্তলের জীবনসঙ্গী? Mamata Banerjee:গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে! মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই কি বদলেছে ব্যবস্থা? ৫ জানুয়ারি সরেজমিনে তদন্তে যাচ্ছেন মমতা Delhi: রণক্ষেত্র চাণক্যপুরী! বাংলাদেশি দূতাবাসের সামনে হিন্দু সংগঠনের ব্যাপক বিক্ষোভ, দীপু খুনের বিচার চেয়ে পুলিশের বাধা অতিক্রম ভিএইচপি-র PM Modi: বাংলাদেশে আটকে কয়েকশ ভারতীয় মেডিক্যাল পড়ুয়া! প্রাণ বাঁচাতে হাহাকার, প্রধানমন্ত্রী মোদীর হস্তক্ষেপ চেয়ে দিল্লিকে চিঠি Wrestlers: লজ্জার ছবি! দেশের সম্পদ কুস্তিগিররা চলেছেন ট্রেনের শৌচাগারের পাশে বসে—ভাইরাল ভিডিও দেখে ক্ষোভে ফুঁসছে নেটপাড়া Humayun Kabir: নিশা আউট, মুসলিম ইন! বালিগঞ্জ আসনে প্রার্থী নিয়ে বিরাট ঘোষণা হুমায়ুনের—কে হতে পারেন সেই বিশেষ মুখ?

 

Festival and celebrations

1 year ago

Dhanteras 2024: ধনতেরাসের দিন কেন সোনা কেনা হয় জানেন? নেপথ্যে রয়েছে এক অদ্ভুত রহস্য!

Dhanteras
Dhanteras

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দীপাবলির দুই দিন আগে পালিত হয় ধনতেরাস। ধনতেরাস কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয়। সে দিন নতুন বাসন, অলঙ্কার, ঝাঁটা কেনার ধুম শুরু হয় বাজারে বাজারে। সেই সঙ্গে ভিড় থাকে সোনার দোকানেও। তবে ধনতেরাসের দিন সোনা কেনার নেপথ্যে রয়েছে একাধিক কারণ!

১) অনেকের মতে, ধনতেরসের দিন সোনা কিনলে ধনদেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরে সমৃদ্ধি আনতে তাই অনেকেই সোনার গয়না কেনেন। অনেকের মনে করেন, ওই দিন সোনা কিনলে বাড়ির শ্রীবৃদ্ধি হবে।

২) সোনা সব সময়েই একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়। সোনার দাম সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। তাই সোনায় বিনিয়োগ করা সব সময়েই বুদ্ধিমানের কাজ। তাই ভবিষ্যতের কথা ভেবে ওই দিন সোনায় বিনিয়োগ করাই যায়।

৩) সোনার গয়না কিনতে হলে ধনতেরসের দিনটি বেছে নেওয়া আরও একটি কারণে লাভজনক। ওই দিন বিভিন্ন দোকানে সোনার গয়নার মজুরির উপর বড় অঙ্কের ছাড় দেওয়া হয়। তাই ওই দিন গয়না কিনলে খরচ অনেকটাই কম হয়।

You might also like!