Entertainment

1 year ago

Zee Bangla Mukto Mancha: বাংলার প্রতিভাদের সুযোগ দেবে জি বাংলা, আসছে রিয়ালিটি শো 'মুক্ত মঞ্চ'

Zee Bangla Mukto Mancha
Zee Bangla Mukto Mancha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলা রিয়ালিটি শোয়ের তালিকায় নতুন সংযোজন। জনপ্রিয় চ্যানেল জি বাংলা নিয়ে আসছে সম্পূর্ণ নতুন এক রিয়ালিটি শো। এই শো এর মাধ্যমেই বাংলার অলিতে গলিতে মণিমুক্তের মতো ছড়িয়ে থাকা প্রতিভারা জি বাংলার মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের মাধ্যমে বিকাশের সুযোগ পাবেন।

নতুন এই রিয়েলিটি শো-এর নাম মুক্ত মঞ্চ। যার ট্যাগলাইন 'সুযোগ এবার সবাই পাবে জি বাংলার পাড়ার ক্লাবে'। মূলত এই রিয়ালিটি শো এর মাধ্যমে জি বাংলা পাড়ার ক্লাব গুলির হাত ধরে বাংলার অলিতে গলিতে লুকিয়ে থাকা প্রতিভাদের তুলে আনতে চলেছে।

এই রিয়ালিটি শো'তে গান, নাচ, নাটক, বাদ্যযন্ত্র, ফ্যাশন সব বিষয়ের প্রতিভা সুযোগ পাবেন। এই শো-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে একটি প্রমো প্রকাশ্যে আনা হয়েছে।

এই রিয়ালিটি শো'তে অংশ নিতে হবে পাড়ার ক্লাব গুলিকে। অংশগ্রহণ করতে ফোন করতে হবে 9903255353 নম্বরে অথবা লগ-ইন করতে হবে www.zeebanglamuktomancho.com -এ।


You might also like!