কলকাতা, ২ মে : বৃহস্পতিবার জয়পুরে মুম্বই ইন্ডিয়ানসের কাছে ১০০ রানে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫ থেকে দ্বিতীয় দল হিসেবে ছিটকে গেল রাজস্থান রয়্যালস। দুর্দান্ত জয়ের পর মুম্বই ইন্ডিয়ানস রান রেটে এগিয়ে থাকার কারণে আরসিবিকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছে। ১১টি খেলায় তাদের পয়েন্ট ১৪। তবে আরসিবি একটা ম্যাচ কম খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স এর থেকে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দলের জন্য এটি ছিল এই মরশুমে টানা ষষ্ঠ জয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,পঞ্জাব কিংস এবং গুজরাট টাইটানস যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।
আইপিএল পয়েন্ট টেবিল :
মুম্বই ইন্ডিয়ানস : ম্যাচ ১১, জয় ৭,পয়েন্ট ১৪
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ম্যাচ ১০, জয় ৭,পয়েন্ট ১৪
পাঞ্জাব কিংস : ম্যাচ ১০, জয় ৬, ড্র ১, পয়েন্ট ১৩
গুজরাট টাইটানস : ম্যাচ ৯, জয় ৬, পয়েন্ট ১২
দিল্লি ক্যাপিটালস : ম্যাচ ১০, জয় ৬, পয়েন্ট ১২
লখনউ সুপার জায়ান্টস : ম্যাচ ১০, জয় ৫ , পয়েন্ট ১০
কলকাতা নাইট রাইডার্স : ম্যাচ ১০, জয় ৪, ড্র ১, পয়েন্ট ৯
রাজস্থান রয়্যালস : ম্যাচ ১১, জয় ৩,পয়েন্ট ৬
সানরাইজার্স হায়দরাবাদ : ম্যাচ ৯, জয় ৩, পয়েন্ট ৬
চেন্নাই সুপার কিংস : (আউট) ম্যাচ ১০, জয় ২, পয়েন্ট ৪