Country

1 day ago

India Vs Pakistan: পাক অর্থনীতিতে নয়া আঘাত ভারতের, এবার বন্ধ সমস্ত আমদানি

India hits Pakistan's economy again, bans all imports
India hits Pakistan's economy again, bans all imports

 

নয়াদিল্লি, ৩ মে : পহেলগাম হামলার পরে পাকিস্তানকে কোণঠাসা করতে বদ্ধপরিকর ভারত। পড়শি দেশে সমস্ত ধরনের রফতানি আগেই বন্ধ করে দিয়েছিল দিল্লি। পাশাপাশি বাতিল করে দেওয়া হয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি। এবার পাকিস্তান থেকে সমস্ত ধরনের আমদানি বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ভারতীয় বাণিজ্য মন্ত্রক থেকে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমস্ত পণ্যের আমদানি বন্ধ থাকবে। এমনকী যে সমস্ত পণ্য পরিবহণের মাঝপথে আছে, সেগুলিও আমদানি করা যাবে না। জরুরি ভিত্তিতে কোনও পণ্য আমদানি করার প্রয়োজন হলে সরকারের আগাম অনুমতি নিতে হবে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


You might also like!