নয়াদিল্লি : মহিলা সংরক্ষণ বিলে চলচ্চিত্র তারকারাও ব্যক্ত করলেন খুশি। নিজেদের আনন্দের কথা জানালেন অভিনেত্রী তামান্না ভাটিয়া ও দিব্যা দত্ত। বৃহস্পতিবার নতুন সংসদ ভবনে আসেন তামান্না ও দিব্যা। তাঁদের মহিলা সংরক্ষণ বিল নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। তখন তামান্না স্বল্প উত্তরে বলেছেন, "এই বিল সাধারণ মানুষকে রাজনীতিতে যোগ দিতে অনুপ্রাণিত করবে।"
সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিনেত্রী দিব্যা দত্ত বলেছেন, "এটি (মহিলা সংরক্ষণ বিল) একটি বড় উদ্যোগ। সত্যিই খুব ভালো লাগছে। মহিলাদের সামনে আনা হচ্ছে। সংসদের বিশেষ অধিবেশনের সাক্ষী হওয়া এক দারুণ অভিজ্ঞতা।"