দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ টলিউডে কাটিয়ে দিলেন প্রায় গোটা ১৫ বছর। চলতি বছরই সাত পাঁকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী। এখানে অভিনেত্রী সন্দীপ্তা সেনের কথা বলা হচ্ছে। এই বছরই ওটিটি প্ল্যাটফর্মের সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন নায়িকা।
বিয়ের আগে সৌম্যর কাছাকাছি ধরা দিলেন আরও একবার। লাল রঙের শাড়ি পরে আছেন তিনি। আর সৌম্যর গায়ে কালো পঞ্জাবি। খুব সম্ভবত প্রি ওয়েডিংয়ের শ্যুটেই তোলা হয়েছে ছবিগুলো। আর তা শেয়ার সমাজমাধ্যমে করে অভিনেত্রী লিখলেন, ‘জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি। কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এভাবে অপেক্ষা করব। @soumyamukerji_ তৈরি তো?’
বউ-এর এই মিষ্টি ডাকে সাড়া না দিয়ে কী আর পারেন সৌম্য। কমেন্টে লিখলেন, ‘হ্যাঁ। পুরো তৈরি’।