Video

3 months ago

Madhyamik 2025 | মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের চমক

 

মাধ্যমিকের মেধা তালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথম দশের মধ্যে তিনজন রয়েছেন। পঞ্চম স্থানে আছেন দুজন। চৌধুরী মোহাম্মদ আসিফ, সোম তীর্থ করণ। দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। অষ্টম স্থানে রয়েছেন পুষ্পক রত্নম। পুষ্পক বিহারের বাসিন্দা। আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চাইছে। তার ভালো রেজাল্টের পিছনে পরিবার এবং নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পরিবেশ। কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা। বদলাব নেওয়ার দাবি জানিয়েছেন পুষ্পক।

You might also like!