নয়াদিল্লি, ২ মে : অসহ্যকর গরম থেকে অবশেষে স্বস্তি পেল রাজধানী দিল্লি। শুক্রবার ভোররাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় রাজধানী দিল্লিতে, বৃষ্টি এতটাই হয়েছে যে দিল্লির নানা স্থানে রাস্তায় জল জমে গিয়েছে। বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। আবার গাছ ভেঙে দিল্লিতে মৃত্যু হয়েছে ৪ জনের। এদিন সকালে তীব্র বাতাসের জেরে দ্বারকার খারখারি খাল গ্রামে খামারে নির্মিত একটি টিউবওয়েল ঘরে গাছ ভেঙে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে, এই ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৬ বছর বয়সী জ্যোতি এবং তাঁর তিন সন্তান রয়েছেন। তাঁর স্বামী অজয় সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
জাতীয় রাজধানীতে প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাতও হয়েছে, যা তাপের দাপট থেকে স্বস্তি দিয়েছে। দিল্লির পন্ডিত পন্ত মার্গ, শান্তি পথ, আইটিও, লাজপত নগর প্রভৃতি এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভিজেছে দিল্লির আর কে পুরম, দরজা এলাকা। দ্বারকা আন্ডারপাসে জল জমে গিয়েছে, জল জমেছে মিন্টো ব্রিজ আন্ডারপাসেও। আর কে পুরমের মেজর সোমনাথ মার্গ-সহ দিল্লির কিছু অংশে প্রবল বাতাস ও বৃষ্টিপাতের ফলে গাছপালা উপড়ে পড়েছে।
দিল্লি বিমানবন্দর জানিয়েছে, "দিল্লিতে প্রতিকূল আবহাওয়া ও বজ্রপাতের কারণে দিল্লি বিমানবন্দরে কিছু বিমান পরিষেবা প্রভাবিত হয়েছে। আমাদের অন-গ্রাউন্ড টিমগুলি নির্বিঘ্নে এবং দক্ষ যাত্রী পরিষেবা নিশ্চিত করার জন্য সকল স্টেকহোল্ডারদের সঙ্গে নিরলসভাবে কাজ করছে। আপডেটেড ফ্লাইট তথ্যের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।" দিল্লিতে প্রতিকূল আবহাওয়ার কারণে একটি বিমান আহমেদাবাদে এবং দু'টি ফ্লাইট জয়পুরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।