Entertainment

1 hour ago

Dharmendra: ধর্মেন্দ্রর প্রয়াণ নিয়ে বিতর্কিত মন্তব্য রাখি সাওয়ান্তের, নেটিজেনদের ক্ষোভে উত্তাল সোশ্যাল মিডিয়া

Rakhi Sawant, Dharmendra
Rakhi Sawant, Dharmendra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সোমবার, ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের প্রজন্মপন্থী ‘হিম্যান’ ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার প্রয়াণে দেশের মানুষ শোকাহত হলেও এই পরিস্থিতিতে বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাখির দাবি, “ধর্মেন্দ্রজি ইতিমধ্যেই কয়েক দিন আগে মারা গিয়েছেন। এখন এসব নিয়ে অযথা নাটক করা হচ্ছে।” মুম্বইয়ের এক অনুষ্ঠানে সাংবাদিকরা ধর্মেন্দ্রের মৃত্যুর প্রতিক্রিয়া জানতে চাইলে রাখি বলেন, “আমাকে অনেকেই বলেছিলেন তিনি মারা গেছেন। এমনকি নিজে ধর্মেন্দ্রজি আমার স্বপ্নে এসেছেন। হাসপাতালের চিকিৎসকরাও আমাকে একই কথা বলেছেন। তাই এখন এই ঘটনায় এত নাটক কেন, আমি বুঝতে পারছি না।”

রাখির মন্তব্যের পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষত যারা ধর্মেন্দ্রের শেষকৃত্য দেখতে পারেননি, তারা রাখির উক্তি অপমানজনক বলে মনে করছেন। অনেকেই তাকে ‘নির্লজ্জ’ আখ্যা দিয়েছেন, কেউ কেউ আবার বলছেন, “সানি দেওলের কাছে সাবধান থাকুন।” এদিকে রাখি নিজের বক্তব্যে বলেন, “আমারও খুব খারাপ লেগেছে যে, ভক্তরা ধর্মেন্দ্রকে শেষবারের মতো দেখার সুযোগ পাননি। উনি সত্যিই গোটা বিশ্বের কাছে সুপারস্টার এবং আমারও হিরো।” তবে রাখির ‘নাটক’ শব্দটি নেটপাড়ায় বিতর্কের সৃষ্টি করেছে। অনেকে ধর্মেন্দ্রকে শ্রদ্ধার চোখে দেখার পরিবর্তে এই শব্দ ব্যবহারকে অযাচিত বলছেন। এর মধ্যেই কিছু ভক্ত সানি ও ববির সিনেমা বয়কট করার ডাকও দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাখির মন্তব্য নিয়ে জোরালো সমালোচনার ঝড় বইছে। ধর্মেন্দ্রের প্রয়াণে দেশ শোকাহত হলেও, রাখির বিতর্কিত মন্তব্য বিষয়টি নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। 

You might also like!