Entertainment

56 minutes ago

Dharmendra Prayer Meet: দেওল পরিবারের স্মরণসভায় বলিউড তারকাদের উপস্থিতি, অভিষেক-ঐশ্বর্য একসঙ্গে ফ্রেমবন্দী

Dharmendra’s family hosted a prayer meet on Thursday at a hotel in Mumba
Dharmendra’s family hosted a prayer meet on Thursday at a hotel in Mumba

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মুম্বইয়ের তাজ ল্যান্ডস এন্ডে দেওল পরিবার আয়োজন করে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের স্মরণসভা। ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দেওয়া ‘হিম্যান’-এর শেষদেখা না দেখার আক্ষেপ ছিল ইন্ডাস্ট্রির মধ্যেও। তবে কঠিন সময়ে সানি-ববির পাশে থাকতে সোমবার থেকেই তারকারা জুহুর দেওল বাড়িতে ভিড় করেছিলেন। এবার স্মরণসভাতেও উপস্থিত ছিলেন খান-কাপুর এবং বচ্চন পরিবারের সদস্যরা। 

বিকেল পাঁচটা থেকে তারকারা আসতে শুরু করেন। প্রথমে সন্তানদের সঙ্গে পৌঁছন সানি ও ববি। কিছুক্ষণ পর হাজির হন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। মাসখানেক ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও ধর্মেন্দ্রের স্মরণসভায় একসঙ্গে দেখা যায় তাদের। যদিও শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানেও ফটোশিকারিদের প্রবেশ নিষিদ্ধ, তবে গাড়িতে বসে থাকা বচ্চন দম্পতিকে লেন্সবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি তাঁরা। 

এদিন বিকেলেই তাজ ল্যান্ডস এন্ডে হাজির হন বাদশাপুত্র আরিয়ান খান। ছেলে সঙ্গে না থাকলেও শাহরুখ খান একাই এসেছিলেন। সলমন খানও উপস্থিত ছিলেন, যাঁকে ধর্মেন্দ্র নিজের ছেলের মতোই ভালোবাসতেন। প্রবেশদ্বারে শাহরুখ ও সলমনকে আবেগপ্রবণ মুহূর্তে দেখা যায়। তবে খান সাম্রাজ্যের তৃতীয় প্রতিনিধি আমির খান অনুপস্থিত ছিলেন। তিনি গোয়াতে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগদান করছিলেন। সেখানে থেকেই তিনি প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানান।  এছাড়াও স্মরণসভায় উপস্থিত ছিলেন রেখা, বিদ্যা বালন, টাইগার শ্রফ, অমিষা প্যাটেল, শরমন যোশি সহ আরও বহু বলিউড তারকা। পুরো অনুষ্ঠানটি আবেগপূর্ণ এবং স্মরণময় পরিবেশে অনুষ্ঠিত হয়। 

You might also like!