ওয়াশিংটন, ২৭ নভেম্বর : হোয়াইট হাউসের অদূরে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে গুরুতর জখম হয়েছেন দু’জন ন্যাশনাল গার্ড। ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার ভোর রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওয়াশিংটনে। বিষয়টি নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনাকে তিনি ‘মানবতার বিরুদ্ধে সন্ত্রাসমূলক পদক্ষেপ’ বলে দাবি করেছেন। 'মূল্য চোকাতে হবে' বলেও হঙ্কার দিয়েছেন ট্রাম্প।
ইতিমধ্যে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ। গুলি লাগায় চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকেও। ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউসার বলেছেন, ‘‘এটি একটি পরিকল্পিত হামলা ছিল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।’’ এফবিআইয়ের ডিরেক্টর কাশ প্যাটেল জানিয়েছেন, আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহত দুই ব্যক্তি ওয়েস্ট ভার্জিনিয়া স্টেট ন্যাশনাল গার্ডের সদস্য। ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসের কথায়, ওই দুই কর্মী ঠিক কেমন আছেন, তা এখনও জানা যাচ্ছে না। তবে তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক।
