Entertainment

3 hours ago

Dharmendra's Prayer Meet: আগামী সপ্তাহ নয়, আজ বিকেলেই ধর্মেন্দ্রের স্মরণসভা, পরিবারের তরফে বিশেষ আয়োজন

Dharmendra
Dharmendra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ অসুস্থতার পর সোমবার, ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমেছে। সোমবার মুম্বইয়ের নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জানা গিয়েছিল যে, আগামী সপ্তাহে তাঁর পরিবারের তরফে একটি স্মরণসভা আয়োজন করা হবে। কিন্তু পরিকল্পনা বদলেছে—বৃহস্পতিবার অর্থাৎ আজই ধর্মেন্দ্রের পরিবারের উদ্যোগে তাঁর ফিল্মি জীবনকে স্মরণ করে শ্রদ্ধার সঙ্গে স্মরণসভা অনুষ্ঠিত হবে। 

এদিন ধর্মেন্দ্রের পরিবারের পক্ষ থেকে একটি পোস্টার প্রকাশ করে এই খবর জানানো হয়। পোস্টারে দেখা যাচ্ছে বলিউডের ‘হিম্যান’-এর অল্প বয়সের ছবি, সঙ্গে লেখা রয়েছে ‘সেলিব্রেশন অফ লাইফ’। পোস্টারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে বিকেল ৫.৩০টা থেকে ৭.৩০টা পর্যন্ত ধর্মেন্দ্রের স্মরণসভা অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা।  


উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রের ৯০তম জন্মদিন। পরিবার সেই বিশেষ দিনটি যথাযথ সমারোহে উদযাপন করার পরিকল্পনা করেছিল। কিন্তু সোমবারের ঘটনার পর সব পরিকল্পনা মুহূর্তে বদলে যায়। ধর্মেন্দ্রের মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে অংশ নিতে এবং পরিবারের পাশে দাঁড়াতে বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হন। সোমবার, ২৪ নভেম্বর প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে চূড়ান্ত নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় তাঁর শেষকৃত্য। উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবর পাওয়া মাত্রই বলিউড এবং সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েন। এমনকি কিছু সময়ের জন্য ভুয়ো মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে, যা শুনে সকলের মন রীতিমতো ভারাক্রান্ত হয়ে ওঠে।  


You might also like!