
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অভিযোগ উঠেছে, দাতিয়া জেলায় বিএলওদের সহকারী হিসেবে নির্বাচিত হয়েছে বিজেপি ও আরএসএসের সদস্যরা। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিরোধী দলগুলো সরব হয়েছে। বিপাকে পড়া প্রশাসন জানিয়েছে, এটি ভুলবশত হয়েছে এবং অবিলম্বে সংশ্লিষ্ট সহকারীদের বদলি করা হবে।
একদিকে যখন গেরুয়া শিবিরের লোকেদের বিএলও-র সহকারী হিসাবে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে, তখন যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ এসআইআরের কাজের চাপে এক বিএলও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মঙ্গলবার বিষ খেয়ে ‘আত্মঘাতী’ হওয়ার আগে একটি ভিডিও পোস্ট করেন ৪০ বছরের ওই বিএলও। সেখানেও কাজের চাপ এবং প্রশাসনের আধিকরিকদের খারাপ আচরণের কথা বলেন যুবক। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে উত্তরপ্রদেশ সরকার। উল্লেখ্য, শুধু উত্তরপ্রদেশ নয়, কাজের চাপে বিএলও-দের মৃত্যুর অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গে, গুজরাট, কেরলেও। নির্বাচন কমিশন অবশ্য অতিরিক্ত কাজের চাপের বিষয়টি অস্বীকের করেছে।
পশ্চিমবঙ্গসহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর), যার মধ্যে মধ্যপ্রদেশও রয়েছে। ৪ নভেম্বর থেকে বিএলওরা এনুমারেশন ফর্ম বিতরণ শুরু করেছেন। খসড়া ভোটার তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। ভোটাররা ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত অভিযোগ ও আপত্তি জানাতে পারবেন। তার ভিত্তিতে ৩১ জানুয়ারি পর্যন্ত শুনানি হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা ৭ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে।
