
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি এসএসসিকে নির্দেশ দিয়েছেন, এগুলো আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে আপলোড করতে। এছাড়া, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়া পর যাঁরা নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগপত্র পেয়েছিলেন, তাদের তালিকাও তলব করেছেন বিচারপতি। এরপরই প্রশ্ন দেখা দিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে কি না।
বুধবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এসএসসি সংক্রান্ত সব মামলা শুনবে কলকাতা হাই কোর্ট। আজ, বৃহস্পতিবার মামলা ওঠে হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেখানে, বিচারপতি নির্দেশ দেন ২০২৫ সালের নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার সব ওএমআর শিট প্রকাশ করতে হবে। এসএসসির আইনজীবীকে তিনি প্রশ্ন করেন, “আপনারা ওএমআর আপলোড করেননি কেন? সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে। প্রথম দিন থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত। নাহলে পরে আবার অনিয়মের অভিযোগ উঠবে।” এদিকে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল হওয়ার পর অনেকে নিয়োগপত্র পেয়েছিলেন। এদিন নবম, দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির সেই শিক্ষকদের তালিকা তলব করেছেন বিচারপতি সিনহা। কমিশনকে ১০ ডিসেম্বরের মধ্যে সেই তালিকা জমা দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছে আদালত। এঁদের মধ্যে যারা বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাঁদের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ হবে বলে জানিয়েছেন বিচারপতি সিনহা।
শুনানি চলাকালীন বিচারপতি সিনহা তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন। এসএসসি সংক্রান্ত আরও একটি মামলার জন্য এক আইনজীবী বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালতে জানান, আগামী ১৮ নভেম্বর থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে, তাই আগামীকাল শুক্রবারই অন্য মামলাটির শুনানি করা যাক। এসময় বিচারপতি বলেন, “পরীক্ষার কি হবে, কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন।” উল্লেখ্য, গত বুধবার সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করেছিলেন, নতুন নিয়োগে যেন কোনোভাবে অযোগ্য প্রার্থী স্থান না পায়। বিশেষ চাহিদাসম্পন্ন অযোগ্য প্রার্থীর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে আদালত জানিয়েছে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছেন, এসএসসি অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক। এসএসসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলেই সেই তালিকা প্রকাশ করা হবে।
