Entertainment

2 hours ago

Palash Muchhal: পলাশের হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশার সঙ্গে ঘনিষ্ঠতা! ভাইরাল ভিডিওয়ে নতুন বিতর্ক!

Palash Muchhal Natasa Dance Video Viral
Palash Muchhal Natasa Dance Video Viral

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্মৃতি মন্ধানার বিয়ে কেন পিছিয়ে গেছে—বাবার অসুস্থতাই কি আসল কারণ? সময়ের সঙ্গে সঙ্গে এই প্রশ্ন আরও জোরালো হচ্ছে। এদিকে নতুন কিছু তথ্যও সামনে এসেছে। বিয়ের কোরিওগ্রাফারের সঙ্গে পলাশের ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়েছে। আর যখন এই বিতর্ক চরমে, তখন ভাইরাল হয়েছে পলাশ মুছল ও হার্দিক পাণ্ডিয়ার প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের একটি ভিডিও। 

ভিডিওয় দেখা গিয়েছে, গাড়ির পিছনের সিটে বসে আছেন তাঁরা। সেখানে বাদশার গান চলছে – ‘ডিজেওয়ালে বাবু মেরা গানা বজা দে’। তাতে আবার লিপসিঙ্ক করছেন নাতাশা। পাশে বসেই নাচছেন পলাশ। একদিকে যখন ‘পালরিতি’র ‘ব্রেকআপ’ নিয়ে গুঞ্জন, তখনই এমন ভিডিও নতুন করে গুঞ্জন ছড়াচ্ছে। 

মঙ্গলবার সকাল থেকে মেরির সঙ্গে পলাশের ঘনিষ্ঠ কথোপকথনের স্ক্রিনশট সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এক চ্যাটে পলাশ লিখেছেন, ‘চলো একসঙ্গে সাঁতার কাটতে যাই,’ অন্যটিতে সমুদ্রসৈকতে একসঙ্গে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। ওই চ্যাটে পলাশ জানিয়েছেন, স্মৃতিকে ডেট করা তার জন্য কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে, কারণ ক্রিকেটের কারণে অধিকাংশ সময় তাঁদের আলাদা থাকতে হয়। স্ক্রিনশটগুলোতে খানিকটা ‘দুষ্টু’ আলাপচারিতা ও ফ্লার্টিংও দেখা গেছে। এদিকে, পলাশ-নাতাশার পুরনো ভিডিও আবার ভাইরাল হয়েছে। এমন ভিডিও দেখার পর এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, ‘পলাশ কি এমনই? বারবার মহিলাসঙ্গ উপভোগ করেন?’ তবে অনেকেই মন্তব্য করেছেন, দু’জনই বিনোদন জগতের মানুষ, তাই তাঁদের দেখা হওয়া অস্বাভাবিক কিছু নয়। 

প্রসঙ্গত, বিশ্বকাপের সময়ই জানা গিয়েছিল, ২৩ নভেম্বর স্মৃতি ও পলাশের বিয়ে হওয়ার কথা। সেই অনুযায়ী, বিয়ের তারিখের অনেক আগে থেকেই স্মৃতিদের বাড়ি ছিল জমজমাট আয়োজনের কেন্দ্রবিন্দু। বিশ্বজয়ের মাঠে পলাশের হাঁটু মুড়ে স্মৃতিকে প্রোপোজ থেকে বরপক্ষ-কনেপক্ষের ক্রিকেট, স্মৃতির বিয়েতে ভারচুয়ালি শামিল হয়েছিল গোটা দেশ। তীর্থরা হলদি, মেহেন্দি ও সঙ্গীতে মেতে উঠেছিলেন, এবং সেই সব মুহূর্তের রিল-ভিডিও সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন ঘটে—হৃদরোগে আক্রান্ত হন শ্রীনিবাস এবং তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর স্থগিত হয়ে যায় স্মৃতি-পলাশের বিয়ে। সেই থেকে তাদের সম্পর্ককে ঘিরে নানা গুঞ্জন উঠেছে, আর পলাশের সঙ্গে ভারতীয় ব্যাটার সত্যিই গাঁটছড়া বাঁধবেন কি না, তা নিয়েও জল্পনার অন্ত নেই।   

Kudiya rakhu jooto ke niche ft palash Muchhal
byu/priyansh_gif inDesiVideoMemes

You might also like!