Entertainment

7 months ago

Panchayat-Delhi Police: 'সাবাস সচিব জি', পঞ্চায়েতের দৃশ্যকে হাতিয়ার করে দিল্লি পুলিশের সতর্কবাণী

Panchayat-Delhi Police
Panchayat-Delhi Police

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃদীর্ঘ প্রতীক্ষার পর, প্রকাশ্যে এসেছে আমাজন প্রাইমের জনপ্রিয় ওয়েব সিরিজ পঞ্চায়েত সিজন ৩। এতবছর পরেও এই সিরিজের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। সিরিজের প্রত্যেকটি দৃশ্যে কঠিন বাস্তবকে তুলে ধরা হয়েছে খুবই মজার ছলে। পাঠ দেওয়া হয়েছে সামাজিক ভাল-মন্দের। সচিব জি, প্রহ্লাদ চা, প্রধান জি-রা সহ সিরিজের চরিত্ররা পরতে পরতে বুঝিয়েছেন ভাল মন্দ।

এবার সিরিজের একটি দৃশ্য ধার করে, মানুষকে নিরাপত্তা শেখালো দিল্লি পুলিশ। সিরিজে একটি দৃশ্য রয়েছে, যেখানে এক বৃদ্ধার অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি ছুটতে হয় সচিব জি, এবং প্রহ্লাদ চাকে। গাড়ি জোগাড় হলেও, সচিব জানতে পারেন প্রহ্লাদ চা এবং গাড়ির ড্রাইভার দুজনেই মদ্যপান করে আছেন। এইঅবস্থায় সচিব নিজেই গাড়ি চালিয়ে বৃদ্ধাকে হাসপাতালে পৌঁছে দেন। এই ভিডিও শেয়ার করে, সচিবজির প্রশংসা করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি, দিল্লি পুলিশের তরফে এই বার্তাও দেওয়া হয়েছে, যতই জরুরি প্রয়োজন হোক, মদ্যপান করে গাড়ি চালাবেন না বা কাউকে চালাতেও দেবেন না।


You might also like!