অযোধ্যা, ১০ জানুয়ারি : দেখতে দেখতে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর হয়ে গেল। এই উপলক্ষ্যে শনিবার সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তদের সমাগম হয়েছে অযোধ্যায়। সকাল সকাল অনেক ভক্ত রাম মন্দিরে পূজার্চনা করেছেন। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্তি উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার এক বছর পূর্তিতে পুণ্যার্থীদের "রাম ভজন" করতে শোনা যায়। অপরূপ সৌন্দর্য্যে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দির। শ্রী রামজন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, প্রথম বর্ষপূর্তি সুন্দরভাবে উদযাপন করা হচ্ছে। মন্দিরের পাশাপাশি অযোধ্যা শহরকেও সাজিয়ে তোলা হয়েছে। বিপুল সংখ্যক পুণ্যার্থী ইতিমধ্যেই এসে পৌঁছেছেন।"