International

2 days ago

Earthquake felt in nepal:জোরালো তীব্রতার ভূমিকম্প নেপালে, কেঁপে উঠল বিহার ও উত্তরবঙ্গ

Earthquake felt in nepal
Earthquake felt in nepal

 

কাঠমান্ডু ও নয়াদিল্লি, ৭ জানুয়ারি: জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। নেপালে অনুভূত হওয়া ভূমিকম্পের টের পাওয়া যায় ভারতেও। বিহারের শেওহার, শিলিগুড়ি এবং সিকিম-সহ বিস্তীর্ণ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।

প্রথম কম্পনটি হয় মঙ্গলবার সকাল ৬.৩৫ মিনিটে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। এর কিছু ক্ষণের মধ্যেই ফের কেঁপে ওঠে শিজা‌ং। পর পর কম্পন অনুভূত হয়েছে একই অঞ্চলে। দ্বিতীয় কম্পনটি হয় সকাল ৭টা ২মিনিটে। তীব্রতা ছিল ৪.৭। এর পাঁচ মিনিট পরে আবার তৃতীয় কম্পন, সকাল ৭টা ৭মিনিটে। তৃতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৯। প্রথম দু’টি ভূমিকম্প হয়েছে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তৃতীয়টি ৩০ কিলোমিটার গভীরে। ছ’মিনিট পরে আরও একটি কম্পন অনুভূত হয়, যার তীব্রতা ছিল ৫।

মঙ্গলবার সকালে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে এই ভূমিকম্পের জেরে রাজধানী দিল্লি থেকে শুরু করে বিহার এবং ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলে টের পাওয়া গিয়েছে কম্পন। উত্তরবঙ্গের কিছু অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি ভুটান এবং চিনের কিছু অঞ্চলেও কম্পন টের পাওয়া গিয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। নেপাল ও বিহারে ভূমিকম্প টের পাওয়া মাত্রই বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে বাইরে এসে দাঁড়ান।

You might also like!