কলকাতা, ১৮ জানুয়ারি : আর জি কর মামলার রায় ঘোষণার আগে শনিবার দুপুরে শিয়ালদা আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছেন জুনিয়র এবং সিনিয়র ডাক্তারেরা। জমায়েতে থাকবে নার্সদের সংগঠনও। শনিবার দুপুর থেকেই শিয়ালদায় জমায়েত শুরু।
শনিবার শিয়ালদায় জমায়েতের ডাক দিয়েছে ডাক্তার এবং নার্সদের মোট চারটি সংগঠন। মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম, নার্সেস ইউনিটির জমায়েত হচ্ছে বেলা ১টা থেকে।এছাড়া, দুপুর ২টো থেকে শিয়ালদা আদালত চত্বরে জমায়েতের ডাক দিয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্ট (জেডিএফ)। উভয় সংগঠনই সাধারণ মানুষকে জমায়েতে আহ্বান জানিয়েছে।