নয়াদিল্লি, ৭ জানুয়ারি : আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, মঙ্গলবার দুপুর দু'টো নাগাদ সাংবাদিক সম্মেলন করে দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনের প্লেনারি হলে অনুষ্ঠিত হবে সাংবাদিক সম্মেলন।
আগামী ১৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী, ওই সময়ের মধ্যেই নতুন বিধানসভার সদস্যদের নির্বাচিত করতে হবে। সেই হিসাবে ভোটপ্রক্রিয়া ১৫ ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা। সোমবারই দিল্লি-সহ একাধিক রাজ্যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। আগেই শোনা গিয়েছিল যে, ভোটার তালিকা প্রকাশের পরে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। সেই মতো দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।
দিল্লির বিধানসভা ভোটে লড়াই এ বার মূলত ত্রিমুখী। শাসকদল আম আদমি পার্টি (এএপি)-র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের। গত বিধানসভা ভোটে ৬২টি আসনে জয়ী হয়েছিল এএপি। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি। তবে ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত একটানা দিল্লির বিধানসভা ভোটে জয়ী হয়েছিল কংগ্রেস। তার পর থেকে জয়ী হয়ে আসছে এএপি। এবার দিল্লিতে জিততে মরিয়া বিজেপি।