কলকাতা, ১৮ এপ্রিল : বর্তমানে বেশিরভাগ দর্শকরাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার পরিবর্তে বাড়িতে বসে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। আর তাই পরিচালকরাও বড়পর্দায় সিনেমা বানানোর থেকে ওয়েব সিরিজেই ঝুকেছেন। দর্শকদের মনে আনন্দ দিতে তাই এবার হাজির একইসঙ্গে টেনশন ও মজার মিশেল। মুক্তির অপেক্ষায় ''ক্লিক'' ওটিটি প্ল্যাটফর্মের মিনি সিরিজ ''বেনুদার টেনশন'' ।
বহুদিনের অপেক্ষা শেষে প্রকাশ্যে ছবির ফাইনাল পোস্টার। সেই পোস্টারে চোখে গোল ফ্রেমের চশমা, পরনে গোলাপী শার্ট, মাথায় হাত। মুখ্য চরিত্র যে বেজায় টেনশনে তা পোস্টারে স্পষ্ট। প্রকাশ্যে এল ''বেনুদার টেনশন''-এর মূল পোস্টার । সিরিজের এই গল্প এগোবে মধ্যবিত্ত ঘরের, কিন্তু ছকে বাঁধা জীবনের থেকে অনেকটা আলাদা আর মজার মোড়কে বলতে চাওয়া এক অন্য স্বাদের গল্প। পরিচালক অম্লান মজুমদারের কলমে, সুরজিৎ মুখোপাধ্যায় ওরফে সাহেব পরিচালিত নতুন মিনি ওয়েব সিরিজ ''বেনুদার টেনশন'' এপ্রিল মাসের মাঝামাঝি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। অভিনয়ে, দ্রোণ মুখোপাধ্যায়, মিশর বোস ওরফে সোহিনী, অমিতাভ চট্টোপাধ্যায়, রাজদীপ সরকার ও অন্যান্যরা ।