দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক সুন্দর সি এবং কমেডি আইকন ভাদিভেলু অভিনীত বহু প্রতীক্ষিত অ্যাকশন-কমেডি সিনেমা ‘গ্যাঙ্গার্স’ ২৪শে এপ্রিল, ২০২৫ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দেয়। এবার সেই সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। যা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
∆ কখন ও কোথায় দেখা যাবে ‘গ্যাঙ্গার্স’?
নির্মাতারা জানিয়েছেন, ১৫ই মে, ২০২৫ থেকে ‘গ্যাঙ্গার্স’ অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে। অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তারা লিখেছেন, "গ্রীষ্মের তাপকে পরাজিত করুন #Gangers হাসির দাঙ্গার সাথে আপনার ঘরের আরাম থেকে। #GangersOnPrime — আগামীকাল অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং।"
∆ গ্যাঙ্গার্স-এর গল্পের প্রেক্ষাপটঃ এই কমেডি-অ্যাকশনধর্মী ছবির মূল চরিত্র সারাভানন, যিনি একজন গোপন পুলিশ সদস্য। স্কুলের পিটি মাস্টারের ছদ্মবেশে তিনি একজন অপরাধী চক্রের তদন্তে নামেন। নির্মম অপরাধী মালায়ারসন এবং কোট্টাইয়ারসন-এর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করতে গিয়ে সারাভানন একটি বিশাল কেলেঙ্কারির মুখোশ খুলে দেন। এরপর তিনি স্কুলের অন্যান্য কর্মীদের নিয়ে একটি দল গঠন করেন এবং শুরু হয় অ্যাকশন, কমেডি এবং উত্তেজনায় ভরা এক চমকপ্রদ অভিযান।
∆ অভিনেতা ও কলাকুশলীদের তালিকাঃ প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুন্দর সি ও ভাদিভেলু। এছাড়াও রয়েছেন বাণী ভোজন, ক্যাথরিন ত্রেসা, হরিশ পেরাদি, মুনিশকান্ত, মাইম গোপী, বাগাবতী পেরুমল প্রমুখ। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন সুন্দর সি ও ভেঙ্কট রাঘবন। সঙ্গীত পরিচালনায় রয়েছেন সত্য, ক্যামেরার দায়িত্বে ই কৃষ্ণস্বামী, আর সম্পাদনায় প্রবীণ অ্যান্টনি।
ছবিটি আগামীকাল থেকেই অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হবে। সেটেলাইট সম্প্রচার অধিকার স্টার বিজয় চ্যানেলের কাছে বিক্রি হয়েছে। 'গ্যাংগার্স' একটি পূর্ণাঙ্গ কমেডি চলচ্চিত্র, যা দর্শকদের জন্য হাস্যরস ও বিনোদনের ভরপুর অভিজ্ঞতা প্রদান করবে। সুন্দর সি ও ভাদিবেলুর একসঙ্গে কাজ করার কারণে চলচ্চিত্রটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ জন্ম নিয়েছে।
Beat the summer heat with the ultimate #Gangers laugh riot ❤️ All from the comfort of your home 🎥
— Avni Cinemax (@AvniCinemax_) May 14, 2025
#GangersOnPrime — Streaming tomorrow ▶️ on @PrimeVideoIN#SundarC #Vadivelu @khushsundar #AnanditaSundar @benzzmedia #CatherineTresa @vanibhojanoffl @CSathyaOfficial pic.twitter.com/JMCB5whJRs