Country

7 hours ago

Bomb threat at Punjab & Haryana High Court: ফের বোমাতঙ্ক! এবার চাঞ্চল্য ছড়ালো পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে

Punjab and Haryana High Court
Punjab and Haryana High Court

 

চন্ডীগড়, ২২ মে : বিগত বেশ কিছু দিন ধরে দেশে বোমাতঙ্কের ঘটনা বেড়েই চলেছে। এবার বোমা হামলার হুমকি পেল পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। এই বোমাতঙ্কের জেরে শোরগোল পড়ে যায় হাইকোর্ট চত্বরে।পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বোমা হামলার হুমকির পর, সমস্ত আদালত কক্ষে কঠোর তল্লাশি চালানো হয়। চণ্ডীগড় পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে সেখানে মোতায়েন করা হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, প্রধান বিচারপতি-সহ বেশ কয়েকটি আদালত কক্ষ খালি করে দেওয়া হয়েছে।

পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সরতেজ নারুলা বলেন, "বোমার হুমকি ছিল এবং সন্দেহ করা হচ্ছিল, আদালত প্রাঙ্গণের ভিতরে বোমা রাখা হয়েছে। তাই, আদালত খালি করা হয়েছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দল বর্তমানে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালাচ্ছে। হুমকিটি আমাদের কাছে ইমেলের মাধ্যমে এসেছে। প্রতিদিন প্রায় ৬,০০০ থেকে ৭,০০০ আইনজীবী হাইকোর্টে আসেন। এছাড়াও, প্রায় ৫,০০০ কর্মচারী, প্রায় ৩,০০০ কেরানি (মুন্সি) এবং ২,০০০ থেকে ৪,০০০ ক্লায়েন্ট প্রাঙ্গণে আসেন।"

You might also like!