Entertainment

9 hours ago

War 2 update loading: জুনিয়র এনটিআরের জন্মদিনে ‘ওয়ার ২’-এর বড় চমক, জানালেন হৃতিক রোশন!

Hrithik Roshan and Jr NTR
Hrithik Roshan and Jr NTR

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে বলিউডের গ্রীক গড হৃতিক রোশন এবং দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআরকে। ভক্তদের জন্য এই জুটির দ্বারা নির্মিত ‘ওয়ার ২’ ছবিটি নিয়ে উত্তেজনার শেষ নেই। আর সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিলেন হৃতিক রোশন নিজেই। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে হৃতিক ইঙ্গিত দিয়েছেন, আসন্ন ২০শে মে অর্থাৎ জুনিয়র এনটিআরের জন্মদিনে ‘ওয়ার ২’-এর তরফ থেকে একটি বড় চমক আসতে চলেছে। 

যদিও হৃতিক বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও কিছু স্পষ্টভাবে জানানো হয়নি, তবে বলিউড মহলে গুঞ্জন উঠেছে, ‘ওয়ার ২’-এর প্রথম ঝলক অর্থাৎ টিজার প্রকাশ পেতে পারে এনটিআরের জন্মদিনে। এই ঘোষণায় ভক্তদের কৌতূহল তুঙ্গে। হৃতিক তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, "হে এনটিআর, তুমি কি জানো ২০শে মে কী ঘটতে চলেছে? বিশ্বাস করো, তুমি জানো না কী আসছে, তুমি কি প্রস্তুত?" অভিনেতার পোস্টটি প্রকাশের সাথে সাথেই অনুরাগী মহলে বিভিন্ন জল্পনা শুরু হয়। ২০শে মে জুনিয়র এনটিআর-এর জন্য একটি বিশেষ দিন ঠিকই কিন্তু এখন মনে হচ্ছে নির্মাতারা এই দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য অন্যান্য কিছু ব্যবস্থাও করেছেন। 


‘ওয়ার’ ছবিতে হৃতিকের চরিত্র কবির দর্শকদের মনে দারুণ ছাপ ফেলেছিল। এবার সেই চরিত্রে আবারও ফিরছেন তিনি। তবে এইবার তাঁর সঙ্গে যুক্ত হচ্ছেন জুনিয়র এনটিআর, যিনি দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় মুখ। এই দুই সুপারস্টারকে একসঙ্গে স্ক্রিনে দেখার সুযোগ পেতে চলেছে দর্শকরা, যা নিঃসন্দেহে হবে  একটি আকর্ষণীয় ভিজ্যুয়াল ট্রিট। ‘ব্রহ্মাস্ত্র’ খ্যাত পরিচালক অয়ন মুখার্জির পরিচালনায় নির্মিত ‘ওয়ার ২’ ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ই আগস্ট ২০২৫, ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন। ছবিটি হিন্দি, তেলেগু এবং তামিল—এই তিন ভাষায় একযোগে মুক্তি পাবে। তবে ভক্তদের জন্য ২০শে মে একটি বিশেষ দিন হতে চলেছে। হৃতিকের পোস্ট ইঙ্গিত দিচ্ছে যে, 'ওয়ার ২'-এর প্রচার শুরু হতে চলেছে একদম দুর্দান্তভাবে। এখন শুধু অপেক্ষা—চমকটা ঠিক কী, সেটা জানার!


You might also like!