শ্রীনগর, ১৪ মে : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত মিটতেই শান্তি ফিরেছে কাশ্মীরে। উপত্যকায় শান্তি ফিরতেই বুধবার শ্রীনগর থেকে হজযাত্রীদের দ্বিতীয় দল সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। শ্রীনগর থেকে হজযাত্রীদের প্রথম দল গত ৪ মে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর বুধবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে দ্বিতীয় দল। জম্মু ও কাশ্মীর হজ কমিটির নির্বাহী আধিকারিক ডঃ সুজাত আহমেদ কুরেশি বলেছেন, এই বছর জম্মু ও কাশ্মীর থেকে মোট ৩৬২২ জন হজযাত্রী যাত্রা করছেন।