Country

4 days ago

Hajj 2025: কাশ্মীরে ফিরেছে শান্তি, হজযাত্রীদের দ্বিতীয় দল মক্কার উদ্দেশ্যে রওনা

Second Batch Of Haj Pilgrims To Depart From Srinagar Today
Second Batch Of Haj Pilgrims To Depart From Srinagar Today

 

শ্রীনগর, ১৪ মে : ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত মিটতেই শান্তি ফিরেছে কাশ্মীরে। উপত্যকায় শান্তি ফিরতেই বুধবার শ্রীনগর থেকে হজযাত্রীদের দ্বিতীয় দল সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন। শ্রীনগর থেকে হজযাত্রীদের প্রথম দল গত ৪ মে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আর বুধবার মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে দ্বিতীয় দল। জম্মু ও কাশ্মীর হজ কমিটির নির্বাহী আধিকারিক ডঃ সুজাত আহমেদ কুরেশি বলেছেন, এই বছর জম্মু ও কাশ্মীর থেকে মোট ৩৬২২ জন হজযাত্রী যাত্রা করছেন।

You might also like!