kolkata

1 month ago

MLA Tapas Saha passes away: প্রয়াত তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা

Tehta MLA passes away in Kolkata hospital
Tehta MLA passes away in Kolkata hospital

 

কলকাতা, ১৫ মে : ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শেষ রক্ষা হল না। বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। এদিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে নদিয়ার জেলা রাজনীতিতে তো বটেই, রাজ্য রাজনীতিতেও নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। কয়েক মাস আগে বেঙ্গালুরুতে যান চিকিৎসার জন্য। ফের পুর্ণোদ্যমে দলীয় কাজকর্ম শুরু করেন। কিন্তু বুধবার ফের অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে খবর পাওয়া যায় তাঁর প্রয়াণের।

You might also like!