Entertainment

5 hours ago

Katy Perry-Justin Trudeau: ট্রুডো-কেটি পেরি প্রকাশ্যে প্রেমের সম্পর্ক, জাপান সফরে উষ্ণ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায়

Justin Trudeau,Katy Perry make relationship Instagram official
Justin Trudeau,Katy Perry make relationship Instagram official

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আন্তর্জাতিক পপ তারকা কেটি পেরি অবশেষে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনলেন। শনিবার কেটি পেরি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁরা জাপান সফরে একান্ত ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছেন। এই মুহূর্তগুলোই কার্যত তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। কেটির শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি বিশেষভাবে নজর কেড়েছে। সেখানে দেখা যায় দু’জনের গালে গাল ঠেকানো রোম্যান্টিক পোজ, যা তাদের সম্পর্কের উষ্ণতা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। ভিডিওগুলোতে দেখা যায়, তাঁরা একসঙ্গে হেসে খেলে বিভিন্ন স্থানে সময় কাটাচ্ছেন। কেটি ক্যাপশন দিয়েছেন, ‘টোকিও টাইমস অন ট্যুর অ্যান্ড মোর’।

উল্লেখ্য, গত জুলাই মাসে ট্রুডো-কেটিকে মন্ট্রিয়লের একটি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল। তখন থেকেই প্রেমের জল্পনা শুরু হয়েছিল। ট্রুডো দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যজীবনের পর স্ত্রী সোফি থেকে বিচ্ছেদ নিয়েছেন। তাদের তিন সন্তান রয়েছে। অন্যদিকে কেটি পেরি দীর্ঘদিন অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে। চলতি বছরের জুনে কেটি ও অরল্যান্ডোর বিচ্ছেদ ঘটে।

এবার তারা জাপানে প্রাক্তন রাষ্ট্রপ্রধান ফুমিও কিশিদার সঙ্গে নৈশভোজে একসঙ্গে ধরা দিয়েছেন। কিশিদা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সঙ্গী কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও সারেন তাঁরা।’ পালটা কিশিদাকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো লিখেছেন, ‘ইউকো আর তোমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগল কিশিদা। আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ ফুমিও।’ পালটা কিশিদাও লেখেন, ‘ধন্যবাদ, তুমি আর কেটি ভালো করে ছুটি কাটাও।’ কিশিদা যে ছবি শেয়ার করেছেন তাতে দেখা যায় দুই প্রাক্তন রাষ্ট্রপ্রধান এবং তাদের সঙ্গীদের একসাথে একটি ফ্রেমে। ছবিতে কিশিদা ও তাঁর স্ত্রী ইউকো একপাশে, আর কেটি পেরি ট্রুডোর পিঠে হাত রেখে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন। এই ছবি ঘিরে তুঙ্গে ওঠে গুঞ্জন। যদিও এখনও ট্রুডো বা কেটি পেরি তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে এবার কেটির ইনস্টাগ্রাম পোস্ট সবকিছু স্পষ্ট করে দিয়েছে।



You might also like!