দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হাজারও টানাপোড়েনের অবসান ঘটিয়ে শেষমেশ প্রেক্ষাগৃহেই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘ভুলচুক মাফ’। ছবির নির্মাতারা সম্প্রতি জানিয়েছেন, আগামী ২৩শে মে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ,উদ্দীপনা।
এর আগে ভারত-পাক সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষিতে ৮ই মে ম্যাডক ফিল্মস ও আমাজন এমজিএম স্টুডিওস এক যৌথ বিবৃতিতে ঘোষণা করেছিল যে, দেশের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ‘ভুলচুক মাফ’ ছবিটি প্রেক্ষাগৃহে নয়, বরং ১৬ই মে সরাসরি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। তবে সেই সিদ্ধান্তের ফলে পিভিআর-সহ বিভিন্ন প্রেক্ষাগৃহ চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। প্রায় ৬০ কোটি টাকার আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দেয়, যা নিয়ে শুরু হয় আইনি লড়াই। সূত্রের খবর অনুযায়ী, ক্ষতির কারণে ম্যাডক ফিল্মসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং আদালতের তরফ থেকে ওটিটিতে মুক্তির উপর স্থগিতাদেশ জারি করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ছবির নির্মাতারা সিদ্ধান্ত বদলে ফের ছবিটির বড়পর্দায় মুক্তির কথা জানান।
বারাণসীতে শুট হওয়া ‘ভুলচুক মাফ’ ছবিতে রাজকুমার রাওয়ের চরিত্রের নাম রঞ্জন এবং ওয়ামিকা গাব্বির চরিত্র তিতলি। গল্পের কেন্দ্রে রয়েছে রঞ্জন ও তিতলির বিয়ে। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর, রঞ্জনের জীবনে ঘটতে থাকে এক অদ্ভুত ঘটনা—সে বুঝতে পারে প্রতিদিন তার জীবনে একই ঘটনা বারবার ঘটছে, যেন সে এক সময়চক্রে আটকে পড়েছে। কিন্তু এই রহস্য সে কাউকেই বলতে পারছে না। সেই অদ্ভুত পরিস্থিতি থেকে রঞ্জন ও তিতলি কীভাবে বেরিয়ে আসবে, তা জানতে হলে অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত। এখন দেখা যাক, আইনি জটিলতা ও মুক্তির বিতর্ক পেরিয়ে ‘ভুলচুক মাফ’ প্রেক্ষাগৃহে দর্শকদের মন জয় করতে পারে কি না।