Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

2 months ago

SIR in West Bengal: SIR বিতর্কের পর বড় পদক্ষেপ, বদলে গেল নির্বাচন কমিশনের ওয়েবসাইট! নতুন লিংকে দেখুন ২০০২ সালের ভোটার লিস্ট

SIR in West Bengal
SIR in West Bengal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: SIR ব্যবস্থা চালুর পর থেকেই নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা দিয়েছিল নানাবিধ প্রযুক্তিগত সমস্যা। ভোটার তালিকা থেকে নাম উধাওয়ের অভিযোগের নেপথ্যে সেই ত্রুটিকেই দায়ী করেছিল কমিশন। অবশেষে সমস্যার সমাধানে নতুন ওয়েবসাইট চালু করেছে নির্বাচন কমিশন। সেখানে এখন পাওয়া যাচ্ছে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট।

গত সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা করেছে কমিশন। সেই সাংবাদিক বৈঠকেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলেই চিন্তার কোনও কারণ নেই। স্বাভাবিকভাবেই সকলেই চেষ্টা করেন ওয়েবসাইটে (ceowestbengal.nic.in/Roll_dist) গিয়ে একবার লিস্টে নিজের ও পরিবারের সদস্যদের নাম দেখে নিতে। আর সেখানেই বিপত্তি। সোমবার সকাল থেকেই প্রবল সমস্যা শুরু হয় CEO দপ্তরের ওয়েবসাইটে। মোবাইল বা কম্পিউটার, কোনওটাতেই খুলছিল না ওয়েবসাইট। বৃহস্পতিবার ক্র্যাশ করে যায় ওয়েবসাইট।

এরই মাঝে বৃহস্পতিবার তৃণমূলের তরফে দাবি করা হয়, ২০০২ সালের আসল ভোটার লিস্টের সঙ্গে অমিল রয়েছে অনলাইন তালিকার। অভিযোগ করা হয়, পরিকল্পনামাফিক একাধিক ভোটারের নাম উধাও করে দেওয়া হয়েছে তালিকা থেকে। তখনও কমিশন দাবি করে, ওয়েবসাইটে সমস্যা রয়েছে। সেই কারণে কিছু নাম দেখা যাচ্ছে না। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই শুক্রবার নয়া ওয়েবসাইট চালু করল কমিশন। https://ceowestbengal.wb.gov.in/    -এই লিংকে ক্লিক করেই এবার ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট দেখতে পাবেন সকলে।

You might also like!