কলকাতা, ২২ মে : আসন্ন বলিউড ছবি ‘মা’-র প্রচারে কলকাতায় পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল। শহরের এক নামী হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ছবিটি একজন মায়ের আত্মত্যাগ, আবেগ এবং সংগ্রামের কাহিনি নিয়ে নির্মিত, যা প্রত্যেক দর্শকের মনে গভীর ছাপ ফেলবে। চলচ্চিত্রের প্রচার ঘিরে শহরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন কাজল। বৃহস্পতিবার সকালে তিনি যাবেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে, যেখানে পুজো দিয়ে নতুন ছবির সাফল্যের জন্য প্রার্থনা করবেন।
কলকাতায় আসতে পেরে আপ্লুত কাজল বলেন, “এই শহরের সঙ্গে আমার এক আলাদা সম্পর্ক আছে। দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার ইচ্ছে বহুদিনের, ছবির প্রচারের মাঝেই সেই সুযোগ এসে গেল।” ‘মা’ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী মাসে। ছবিতে একজন মায়ের চরিত্রে দেখা যাবে কাজলকে, যার জীবনের বিভিন্ন চড়াই-উতরাই এবং সন্তানকে ঘিরে তার আত্মত্যাগের কাহিনি আবর্তিত হয়েছে। পরিচালনায় রয়েছেন রেবতী। ছবির নির্মাতারা মনে করছেন, এ ধরনের গল্প সমসাময়িক বলিউডে বিরল এবং দর্শকদের আবেগে দাগ কাটবে। কলকাতার প্রচার পর্ব শেষে কাজল ছবির প্রচারে আরও কয়েকটি শহরে যাবেন বলে জানা গেছে।